রাজ্যের খবর

পরপর অস্ত্র উদ্ধারে বিরাট সাফল্য পুলিশের

The police had great success in recovering weapons

The Truth Of Bengal : শিলিগুড়ি মহকুমার শিবমন্দির এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ একজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।

সুত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে ফের একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত শিবমন্দির এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। সেখানে এক যুবকে আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এরপরেই ওই যুবকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম প্রসন্ন বাগচী(২৫)। সে শিবমন্দির ইন্দিরাপল্লীর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। এবং ওই যুবক আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। তবে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার ধৃত যুবকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।

Related Articles