
The Truth of Bengal: কেকেআরের বিরুদ্ধে দলের খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং। তাঁর মতে, খেলার প্রথমার্ধে যেভাবে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়রা খেলেছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিযোগিতায় টিকতে থাকতে হলে খেলোয়াড়দের আরও ভালো করে পারফর্ম করতে হবে। কেকেআরের বিরুদ্ধে ম্যাচ শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হন রিকি পন্টিং।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পন্টিং জানান, ‘কেকেআরের বিরুদ্ধে প্রথমার্ধে অতিরিক্ত রান আমরা দিয়ে দিয়েছি। পাশাপাশি স্লো ওভার রেটের মধ্যেও আমাদের পড়তে হয়েছে। এই স্লো ওভার রেটের কারণেই শেষ দুই ওভারে চার ফিল্ডারকে সার্কেলের বাইরে রেখে আমাদের খেলতে হয়েছে।
‘ একইসঙ্গে বিশ্বকাপজয়ী এই অস্ট্রেলিয় অধিনায়ক জানান, ‘এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যদি আমাদের এই প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তাহলে আমাদের সেই সব ভুল শোধরাতে হবে।‘ তাঁর মতে, ‘কলকাতা নাইট রাইডার্স প্রথম ছয় ওভারে ৯০ রান করে ফেলে। এটাই তাঁদের অ্যাডভান্টেজ পজিশনে নিয়ে যায়। এরপর আমাদের দলের খেলোয়াড়রা আর খেলায় ফিরতে পারেনি।‘