কলকাতা

দ্বিতীয় দফায় তৃণমূলের স্টার ক্যাম্পেনারের নাম শুনলে চমকে যাবেন, দেখে নিন কে কে থাকছে!

Trinamool released the list of star campaigners in the second phase

The Truth of Bengal: চলছে প্রচার। গোটা রাজ্য সরগরম সব দলের প্রচারে। এখনও পর্যন্ত প্রচারে সবদিক থেকে এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগেই তাদের স্টার ক্যাম্পেনারদের তালিকা করেছে। মোট ৪০ জনের নাম রয়েছে সেই তালিকায়। নতুন প্রজন্মের নেতা–নেত্রী থেকে শুরু করে দলের সর্বময় নেত্রীর নাম রয়েছে তালিকায়। কমিশনের কাছে তৃণমূল স্টার ক্যাম্পেনারদের নাম জমা দিয়েছে। এবার দ্বিতীয় দফার স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ তৃণমূলের। নাম আছে ৪০ জনের। কমিশনের কাছে সেই তালিকা জমা দিয়েছে রাজ্যের শাসক দল।

তালিকায় একেবারে শীর্ষে নাম আছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর পর্যায়ক্রমে নাম আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, মানস ভুঁইয়া, অর্পিতা ঘোষ, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, দীপক অধিকারী, ডাঃ শশী পাঁজা, শতাব্দী রায়, মমতাবালা ঠাকুর, মনোজ তিওয়ারি, পার্থ ভৌমিক, তন্ময় ঘোষ, স্নেহাশিস চক্রবর্তী, বীরবাহা হাঁসদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ সরকার, অসীমা পাত্র, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, ইউসুফ পাঠান, বিবেক গুপ্তা, সোহম চক্রবর্তী, প্রকাশ চিক বরাইক, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সি, মোশারফ হোসেন, জয়প্রকাশ মজুমদার, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ দাস।

লোকসভা ভোটে নিজেদের জেতা কেন্দ্রগুলি ধরে রাখার পাশাপাশি বিজেপির কাছ থেকে যতটা সম্ভব বেশি আসন ছিনিয়ে নেওয়াকে পাখির চোখ করেছে তৃণমূল। আর সেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের সবথেকে বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি কেন্দ্রের প্রার্থী চান অন্তত তাঁর জন্য একবার তাঁর কেন্দ্রে প্রচারে আসুন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার কৃষ্ণনগর দিয়ে লোকসভার নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। এরপর তিনি প্রচার করবেন উত্তরবঙ্গে। আগামীকাল বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles