বাংলা সহ ৬ রাজ্যে স্পেশাল অবজারভার নিয়োগ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন
The Central Election Commission has appointed special observers in 6 states including Bengal

The Truth Of Bengal : লোকসভা ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে।প্রথম দফায় নির্বাচনের জন্য কমিশনের তরফে সমস্তরকম আয়োজন সম্পূর্ণ। তার মাঝে আবার বাংলা সহ ৬ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।কমিশনের তরফে জানা গেছে,নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে বাংলায় অলোক সিনহাকে নিয়োগ করা হয়েছে। আরও জানা গেছে, বিহারের স্পেশাল অভজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে মনজিত্ সিং।
মহারাষ্ট্রের স্পেশাল অভজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে ধর্মেন্দ্র এস গাংওয়ার,উত্তরপ্রদেশের জেনারেল স্পেশাল অভজারভার হিসেবে রয়েছেন অজয় ভি নায়ক,অন্ধ্রপ্রদেশের স্পেশাল অভজারভার হয়েছেন রামমোহন মিশ্র,উড়িষ্যার স্পেশাল অভজারভার যোগেন্দ্র ত্রিপাঠী ।
মূলতঃ তাঁরা লোকসভা ও বিধানসভা কেন্দ্রিক অভজারভারদের থেকে প্রয়োজনীয় তথ্য চেয়ে পাঠাবেন।তাঁরা ভোট পরিচালনা ও ভোট গ্রহণ প্রক্রিয়ায় সমন্বয় বিধান করবেন।সীমান্ত এলাকায় আরও বেশি করে নজরদারি ও মনিটরিং করার জন্য তত্পর হবেন।নির্বাচনে কী করতে হবে বা কী করতে হবে না, তাই নিয়েও তত্বাবধান করবেন তিনি।নির্বাচনের ৭২ঘন্টা আগে বিশেষ উদ্যোগ নেবেন স্পেশাল অভজারভাররা।
FREE ACCESS