কলকাতা

lok sabha election 2024: অপসারিত রাজ্যের ২ নির্বাচনী আধিকারিক, সবচেয়ে সিনিয়র আধিকারিকদের সরানো হল

lok sabha election 2024: The Central Election removed the two senior most officers of the central Election Commission

The Truth of Bengal:  রাজ্য নির্বাচন কমিশনের দুই সিনিয়র মোস্ট অফিসারকে সরিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী ও জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার রাহুল নাথকে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনার।বিরোধীদের অভিযোগের ভিত্তিতেই তাঁদের সরানো হয়েছে।পক্ষপাতিত্বের অভিযোগ করে সরব হয় বিরোধী শিবির।নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ মেলায় সক্রিয় হয় দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনার।প্রথম থেকেই বিজেপি এইসব আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল।ফুল বেঞ্চ যখন আসে তখনও এঁদের বিরুদ্ধে অভিযোগ করে।

Related Articles