মসনদের লড়াইরাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে সভাস্থল পরিদর্শনে মেয়র গৌতম দেব

Mayor Gautam Dev visits the venue ahead of Chief Minister's visit to North Bengal

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী, তারই প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে। আর সেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে উপস্থিত হলেন মেয়র গৌতম দেব। রাজ্যে প্রথম দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়। নির্বাচনী প্রচারে আগামী সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে আসতে পারেন তৃণমূল সুপ্রিম তথা মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার জলপাইগুড়ি জেলার জাবরাভিটা এলাকার দুটি মাঠ পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

আগামী ১৯শে এপ্রিল প্রথম দফায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভোট। সূত্রের খবর, এই তিন জেলায় ছটি নির্বাচনী জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কারণে রবিবার জাবরাভিটা এলাকার দুটি মাঠ পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। রবিবার প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখেন তারা।

গৌতম দেব জানান, “তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচারে আসছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি জেলায় বেশ কয়েকটি সভা করার কথা রয়েছে তারমধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় একটি সভা রয়েছে। সেই কারণে দুটি মাঠ পরিদর্শন করা হল। প্রশাসনের সাথে কথা বলে একটি মাঠে জনসভার আয়োজন করা হবে। আশা করা যাচ্ছে এই জনসভায় এক লক্ষ মানুষের জমায়েত করা যাবে। এলাকার সমস্ত কর্মীরা উৎসাহে রয়েছে কবে দলনেত্রী আসবে। সেই জনসভা থেকেই কি বার্তা দেন তাকিয়ে রয়েছে কর্মীরা। নির্বাচনের ভোট প্রচারের শেষ লগ্নে আসছেন দলের দলনেত্রী। এর ফলে দলীয় প্রার্থীদের জয়ের ব্যবধান আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।” অন্য দিকে তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক জানান, “কর্মীদের কাছে বড় পাওনা, নির্বাচনের আগে দলনেত্রী আশায় কর্মীদের উৎসাহ আরো বেড়েছে। দলনেত্রীর সভায় এক লক্ষ বেশি মানুষ জমায়েত করবে।”

Related Articles