‘এমভি আব্দুল্লাহ’-তে কমে আসছে খাবার, জলদস্যুদের হাত থেকে রেহাই মিলবে কবে?
Food is running low in 'MV Abdullah', when will we get rid of the pirates

The Truth of Bengal: জলদস্যুদের হাতে এখনও বন্দি “এমভি আব্দুল্লাহ”। প্রায় দু সপ্তাহ পার তা সত্ত্বেও খোঁজ মিলছে না ২৩ নাবিক বিশিষ্ট ওই জাহাজটির। তবে, এবার খাবার কমে আসছে ওই জাহাজে। আর সেই খবরই এবার নিশ্চিত করল জাহাজটির মালিকপক্ষ ও নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন- “দস্যুরা নিজেদের স্বার্থেই খাবার নিয়ে আসে। এমভি আবদুল্লাহ জাহাজেও তেহারিজাতীয় খাবার নিয়ে আসার খবর পেয়েছেন তাঁরা।” অপরদিকে, বাংলাদেশি জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনতে দস্যুদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে। দস্যুদের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আশা করছে মালিকপক্ষ।
তবে, আন্তর্জাতিক সূত্রানুযায়ী, জাহাজটি এখন গদভজিরান জেলার জেফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে দস্যুরা। জাহাজটির অদূরে ২১ মার্চ একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। আবার জিম্মি জাহাজ থেকে স্থলভাগে যোগাযোগ বিচ্ছিন্ন করতে সোমালিয়ার পান্টল্যান্ড পুলিশ অভিযান চালাচ্ছে বলে খবরও মিলছে।