খেলা

ফের পরিবর্তন পাকিস্তান ক্রিকেটে!

Change again in Pakistan cricket

The Truth of Bengal: বিশ্বকাপে লজ্জার হার। চরম ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পড়ে পদত্যাগ করেছিলন বাবর আজম ।সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। যদিও এবার ফের তাকেই স্বপদে ফিরিয়ে আনতে চাইছে পিসিবি কর্তারা। তাকে টি টোয়েন্টি  বিশ্বকাপ অধিনায়ক করতে চাইছে পিসিবি।

গত বছর বিশ্বকাপে হার। ওডিআই বিশ্বকাপের মাঝ পথ থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান । তার পরেই পাকিস্তানের ঘরে বাইরে সমালোচিত হতে হতে শেষ পর্যন্ত সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকেই পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে । সেই বিশ্বকাপে বাবর আজমকে চাইছে গোটা দল । পিসিবি ম্যানেজমেন্ট তার কাধেই ফের দায়িত্ব তুলে দিতে চাইছে বলেই জানা গেছে। মাঝে শাহিন আফ্রিদিকে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পাকিস্তানের অধিনায়ক করা হয়।  কিন্তু তিনি  দায়িত্ব নেওয়ার পরেও দলের অবস্থান খুব একটা ভালো না হ্ওয়ায় এবার নতুন সিদ্ধান্ত নিতে চাইছেন পিসিবি কর্তারা। এর আগে  বিশ্বকাপের সেমিফাইনালে ও উঠতে পারেনি পাকিস্তান। এমন অবস্থায়  পদত্যাগ করেছিলেন  বাবর । বিশ্বকাপের পর ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ।সবাই  বাবর কেই দোষারোপ করছেন। তার ক্যাপটেনসি পড়েছে প্রশ্নের মুখে ।

এর আগে সব ধরনের ফরম্যাট থেকে তিনি  পাকিস্তান অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছেন বলেই জানিয়েছেন । তবে তিনি সেসময় ঘোষণা করেছিলেন একজন সাধারন ক্রিকেটার হিসেবে আমি সব ধরনের ক্রিকেট তিনি খেলবেন । নতুন ক্যাপ্টেনকে সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা ও করবেন বলে জানিয়েছিলেন ।তার তার পরেও সফলতা আসেনি । তাই এবার বাবরের কাঁধেই দায়িত্ব ভার দিতে চাইছেন পিসিবি কর্তারা ।

Related Articles