IPL 2024খেলা
Trending

‘বিরাট’ জয় … ঘরের মাঠে আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল RCB

RCB won by defeating Punjab Kings

Truth Of Bengal : বিরাট কোহলি আর দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে শিখর ধাওয়ানদের হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সঙ্গে আইপিএলে প্রথম জয় তুলে নিল বিরাটরা।

সোমবার রাতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ব্যাট করে বেঙ্গালুরুকে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন বিরাট। তার উল্টোপ্রান্তে থাকা আরসিবির অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসিকে অনেকটাই নিষ্প্রভ লাগছিল। সাত বলে মাত্র তিন রান করে কাগিসো রাবাদার বলে ফিরে যান বেঙ্গালুরু অধিনায়ক। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও (৩) ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তাকেও সাজঘরের পথ দেখান রাবাডা। এর পরে রজত পাতিদারের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বিরাট। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে সংগ্রহ হয় ৪৩ রান। পাতিদারকে (১৮) ফিরিয়ে আরসিবিকে ধাক্কা দেন হরপ্রীত ব্রার। বেঙ্গালুরুর সমর্থকরা তাকিয়ে ছিলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের দিকে। কিন্তু বড় শট খেলে দলকে নির্ভরতা দেওয়ার আগেই তাঁকে (৩) ফিরিয়ে দেন ব্রার।

একের পর এক সঙ্গীর আসা যাওয়া দেখতে থাকেন কোহলি। তাই একা কুম্ভ হয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছনোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল চলতি আইপিএলে প্রথম শতরান করবেন বিরাট। কিন্তু শতরানের অনেক আগেই হরপ্রীত ব্রারের বলে থামতে হয় বিশ্বের এক নম্বর ব্যাটারকে। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে করেন ৭৭ রান। বিরাট ফেরার দু’বলের মাথায় অনুজ রাওয়াতকে (১১) লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্যাম কুরান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সপ্তম উইকেটে জুটি বেঁধে তাণ্ডব চালান দীনেশ কার্তিক ও মহীপাল লোমরুর। দু’জনে আরশদীপ সিং ও হর্ষল পটেলদের তুলোধনা করে ১৮ বলে ৪৮ রান যোগ করে দলকে জয় এনে দেন। কার্তিক ২৮ (১০ বলে) এবং লোমরুর ১৭ (৮ বলে) রানে অপরাজিত থাকেন।

 

FREE ACCESS

Related Articles