দুর্ঘটনার কবলে কলকাতাগামী যাত্রীবাহী বাস, আতঙ্কিত যাত্রীরা
Kolkata-bound passenger bus due to accident, panicked passengers

The Truth Of Bengal: শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল। তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছে বাসযাত্রীরা।
সূত্রের খবর, শিলিগুড়ি থেকে কলকাতা উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা অন্তর্গত ধানতলা বাইপাস সংলগ্ন এলাকায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীবাহী বাসটি। স্থানীয়রা জানিয়েছেন যে, মাটি নরম থাকার কারণে বাসটি রাস্তার এক সাইডে প্রায় উল্টে যাচ্ছিল, তবে সেখানে উপস্থিত একটি ইলেকট্রিক পোল বাসটিকে সাহায্য করে যাতে রাস্তায় বাসটি কোনভাবে উল্টে গিয়ে কোনও বিপদ না ঘটে।
স্থানীয় পুলিশ সূত্র অনুযায়ী, ঘটনার জেরে কোনও যাত্রী ক্ষতিগ্রস্ত হননি। তবে বেশ কয়েকজন যাত্রী এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। বাসটিকে উদ্ধার করা হয় পুলিশের তরফ থেকে। ইসলামপুর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই এবং ওই এলাকায় যাতে পরবর্তীকালে এরকম দুর্ঘটনা না ঘটে সেবিষয়ে পর্যবেক্ষণের মধ্যেই রেখেছেন ঘটনাস্থলটিকে।