
The Truth Of Bengal: এমবাপের দল ছাড়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে আগেই জানিয়েছেন। এর মাঝেই এই তারকা ফুটবলার জল্পনা উসকে দিয়েছেন। বলছেন, এখনো কোনো কিছু ঘোষণা করেননি তিনি। তার কাছে কাছে ঘোষণা করার মতো কিছু নেই। তবে ইউরোর আগে পুরো বিষয়টি সমাধান হবে বলেই জানিয়েছেন।
পিএসজির আকাশে দুশ্চিন্তার কালো মেঘ কি আদৌ কাটবে ? কারণ এমবাপে দল ছাড়বেন যে। তা আগেই জানিয়েছেন ক্লাব কে । নিজে এখনো এবিষয়ে মুখ খোলেননি । কি করবেন ভবিষ্যতে তা এখনো স্পষ্ট নয়। এমবাপের চুক্তি রয়েছে এবছরের জুন পর্যন্ত । সেই চুক্তি শেষ হলে আর নতুন করে চুক্তি করবেন না বলে এমবাপে আগেই জানিয়েছিল পিএসজিকে। আর এবার তিনি এ বিষয়ে মুখ খুললেন। বললেন, দল ছাড়ার ও নতুন দলে যোগ দেওয়ার কথা তিনি এখনো কিছু ঘোষণা করেননি। কারণ, তার কাছে ঘোষণা করার মতো কিছু নেই। তিনি দুঃখিত, আপনাদের বলার মতো কিছু নেই। তবে তার ধারণা, ইউরোর আগে পুরো বিষয়টার সমাধান হবে। এদিকে তাকে ধরে রাখার সবরকম চেষ্টা চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। কিলিয়ানকে দলে রাখার এক অতিরিক্ত সুবিধা রয়েছে। তিনি যে দলের হয়ে খেলুক না কেন দলে থাকলেই তাঁর সমর্থক থাকে বেশি। স্পনসরও পাওয়া যায় বেশি । কিন্তু এমবাপে ঠিক করেই নিয়েছেন তিনি আর এই দলের হয়ে খেলবেন না। যদিও এর মাঝে যে যে খেলায় তিনি ছিলেন সব গুলোতেই জয় লাভ করেছেন। তিনি ফুটবলের প্রতি দায়বদ্ধ। ফুটবল অন্ত প্রাণ এমবাপে এবার কি করবেন সেই জল্পনা উসকে দিলেন তিনি।