মসনদের লড়াই
Lok Sabha Election 2024: দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখন, দলের ঘোষণার আগেই প্রচার বিজেপি প্রার্থীর
Lok Sabha Election 2024: Wall writing in the name of Dilip Ghosh, BJP candidate's campaign before the announcement of the party

The Truth Of Bengal: রাজ্য বিজেপির ২০জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে প্রথম দফায়। তারপর একাধিক দফায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত হয়েছে চতুর্থ দফায় প্রার্থীদের নাম। এখনও রাজ্যে ২২জন প্রার্থীর নাম ঘোষণা বাকি। এর মাঝে রাজ্য বিজেপিতে টানাপোড়েন চলছে। বিশেষ করে মেদিনীপুর আসনে কে প্রার্থী হবেন ? তার মাঝে দেখা গেল মেদিনীপুরে দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখন করেছেন বিজেপি নেতা –কর্মীরা।
প্রশ্ন উঠছে, শৃঙ্খলাবদ্ধ দলের এই স্বঘোষিত নেতার নামে কি করে দেওয়াল লিখন সম্ভব হল ? কোথাও কী কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিলেন দিলীপ অনুগামীরা ? বিজেপির অন্দরের খবর, ভারতী ঘোষকে মেদিনীপুরে প্রার্থী করতে চায় ক্ষমতাসীন গোষ্ঠী। তাই নিয়ে টানাপোড়েন চরমে।