২০২৫ এ নয়া চমক, মহাকাশে চালু হচ্ছে রেস্তোরাঁ, টিকিটের মূল্য জানেন কি?
New surprise in 2025, restaurant is opening in space, do you know the ticket price?

The Truth Of Bengal: মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। আর যদি এর সাথে যুক্ত থাকে খাওয়া-দাওয়ার প্রসঙ্গ তাহলেতো কোন কথাই হবে না। একবার ভাবুনতো, আপনি এমন এক রেস্তোরাঁয় গেছেন যেখানে পায়ের নিচে আকাশ আর তারও নিচে সাদা নীল রঙের পৃথিবী। রিক্লাইনিং চেয়ারে হেলান দিয়ে আপনি আপনার প্রিয় খাবার খাচ্ছেন আর সেই মুহূর্তটাকে উপভোগ করছে নিজের মতো। হ্যাঁ ২০২৫ সালে আসতে চলেছে এক নয়া চমক। মহাকাশের স্ট্যাটোস্ফিয়ার বায়ুমন্ডলে রেস্তোরাঁ তৈরি করছে ‘স্পেসভিআইপি’। যা নির্মাণ করছেন পার্স্পেক্টিভ নামে একটি প্রতিষ্ঠান।
View this post on Instagram
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি বেশ ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে বেলুনের মতো আকৃতি বিশিষ্ট একটি রেস্তোরাঁ। ভূপৃষ্ঠ থেকে ১ লক্ষ ফুট উচ্চতায় থাকবে রেস্তোরাঁটি। মাত্র ৬ ঘন্টার জন্য অতিথিদের নিয়ে যাওয়া হবে হাইটেক স্পেস বেলুনে মহাকাশ সফর। সফরটি হবে সম্পূর্ণ খরচ সাপেক্ষ। মাথাপিছু খরচ প্রায় 5 লক্ষ ডলার। থাকবে ওয়াইফাই এর ব্যবস্থা। এখনো পর্যন্ত মেনু চূড়ান্ত না হলেও বিশ্বের অন্যতম সেরা ড্যানিশ রেস্তোরাঁ ‘অ্যালকেমিস্ট’ এর শেফ রাসমুস মাঙ্ক মেনু তৈরি করছেন। তবে সেলফ জানিয়েছেন, এই রেস্তোরার মেনুতেও আমি গন্ধে থাকবে ষোলোআনা চমক। যাত্রীদের এই রেস্তোরাঁয় নিয়ে যাওয়া হবে একটি পেজ বেলুনের সাহায্যে। আগামী মাস থেকে শুরু হবে পরীক্ষামূলক উড়ান।
‘স্পেসভিআইপি’ এর প্রতিষ্ঠাতা রোমান চিপোরুখা বলেন, “ইতিমধ্যেই কয়েক ডজন আবেদন জমা পড়েছে আমাদের কাছে। সকলেই প্রবল উৎসাহী। কিন্তু আমাদের কাছে মাত্র ছয়টি আসন রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যাত্রী তালিকা চূড়ান্ত করা হবে।”