রাজ্যের খবর

চার জেলায় নতুন জেলাশাসক নিয়োগ কমিশনের

New district commissioner appointment commission in four districts

The Truth of Bengal: পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রাম জেলার জেলা শাসকদের বদলি করেছিল নির্বাচিত কমিশন। এই চার জেলায় নতুন জেলা শাসক নিয়োগ করা হল। পূর্ব মেদিনীপুর জেলায় জেলা শাসক ও ডিইও-র দায়িত্বে এলেন জয়সী দাসগুপ্ত। মৌমিতা গোদরা দায়িত্ব পেলেন ঝাড়গ্রাম জেলার। কে রাধিকা আয়ার পূর্ব বর্ধমান জেলার দায়িত্ব পেলেন। বীরভূম জেলার নতুন জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই চারজনের ওপর নতুন দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই চারটি জেলার জন্য ১২ জনের নাম পাঠানো হয়েছিল। সেই তালিকা থেকেই বেছে নেওয়া হলো নতুন চারজনকে।

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি বদল করেছে কমিশন। বৃহস্পতিবার ভোটের মুখে রাজ্যের চার জেলার জেলাশাসক বদল করে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ওই চার জেলার জেলাশাসকরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন। তাঁরা ডব্লিউবিসিএস আধিকারিক। তাই ভোটের আগে তাঁদের জেলাশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাজি। পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে ছিলেন বিধান রায়। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে ছিলেন তনভির আফজল। এই চারজনকেই সরিয়ে দেওয়া হয়েছিল।

গত সোমবার রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন। তারপর রাজ্যের কাছে তিনটি নাম চাওয়া হয়েছিল। সেই মতো তিন জনের নাম পাঠায় রাজ্য। বিবেক সহায়ের পাশাপাশি আরও দুই সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল কমিশনে। তাঁদের মধ্যে থেকে সোমবার বিবেক সহায়কে ডিজি পদে বসায় কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সরিয়ে ভোটের সময় রাজ্য পুলিশের ডিজি করা হয় সঞ্জয় মুখোপাধ্যায়কে। লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকটি বড় বদল করেছে নির্বাচন কমিশন। এবার সরিয়ে দেওয়া চার জেলার জেলশাসক নিয়োগ করা হল।

Related Articles