আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং

Vietnamese President Vo Van Thung has resigned

The Truth of Bengal: মাত্র এক বছর শাসনকালের পর ভিয়েতনামের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন  ভো ভ্যান থুং। পদত্যাগপত্র গ্রহণ করেছে তাঁর দল ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি। গত বুধবার ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কমিউনিস্ট পার্টি র এক বিবৃতিতে বলা হয়, থুং দলের নীতি ভঙ্গ করেছেন। তাঁর কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে।

এতে দলের পাশাপাশি দেশ ও তাঁর নিজেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে। ভো ভ্যান থুং এক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। যদিও প্রেসিডেন্টের এই পদত্যাগ দলের পক্ষ থেকে দুর্নীতি বিরোধী অভিযান বলেই দাবি করা হচ্ছে। একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিকমাত্র। এটি দেশটির শীর্ষ চারটি পদের একটি। দল ও শাসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি।

প্রেসিডেন্টের এই পদক্ষেপ দলের। ভিয়েতনাম বড় রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও, ৫৩ বছর বয়সী ভো ভ্যান থুংয়ের নাটকীয় পতন ঘটে। তাঁর পূর্বসূরিও দুর্নীতিবিরোধী অভিযানে বহিষ্কৃত হয়েছিলেন। সে সময় বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে এবং শীর্ষ ব্যবসায়ী নেতারা জালিয়াতি দুর্নীতির চেষ্টা করেছিলেন।ভিয়েতনামের জন্য বিরল পদক্ষেপে. প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক পদত্যাগ করার পর গত বছরের ২ মার্চ থুং প্রেসিডেন্ট হন।

Related Articles