রাজ্যের খবর

বৃষ্টির খামখেয়ালিপনায় এখন জমি থেকে ওঠা আলুর ভালো দাম পাচ্ছেন না চাষিরা

Farmers are not getting good prices for potatoes grown in the field due to the vagaries of rain

The Truth Of Bengal: ইতিমধ্যে মাঠ থেকে তোলা হয়েছে বহু আলু। এখনও জমি থেকে আলু তুলছেন চাষিরা। এবছর তুলনামূলক ফলন কম হয়েছে। আবার আশানুরূপ দাম মিলছে না। তার ওপর এখন অসময়ের বৃষ্টিতে ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা রায়না দুই ব্লকে গোতান অঞ্চলের চাষিরা মরসুমের শেষে কিছুটা ক্ষতির মুখে।

বৃষ্টির কারণে এবছর অনেক জায়গায় ২ বার আলু লাগাতে হয়েছিল চাষিদের। শেষবার লাগানো আলু এখন তোলার কাজ চলছে। ইতিমধ্যে মাঠ থেকে তোলা হয়েছে বহু আলু। এখনও জমি থেকে আলু তুলছেন চাষিরা। এবছর তুলনামূলক ফলন কম হয়েছে। আবার আশানুরূপ দাম মিলছে না। তার ওপর এখন অসময়ের বৃষ্টিতে ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা রায়না দুই ব্লকে গোতান অঞ্চলের চাষিরা মরসুমের শেষে কিছুটা ক্ষতির মুখে।

যারা আলু কেনেন সেই ব্যবসাদারদের দেখা নেই জমিতে। বৃষ্টির কারণে পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকে গোতান অঞ্চলে ২ বার আলু লাগাতে হওয়ায় বাড়ে চাষের খরচ। কীটনাশক, সারের দামও আকাশছোঁয়া। তার ওপর নাবিধ্বসার প্রকোপ তো রয়েছে। এ বছর বৃষ্টি, ধসা ও আবহাওয়ার খামখেয়ালিপনার জন্যে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আলুর মানও ভাল নয়। ফলে তেমন দাম পাচ্ছেন না চাষিরা। এখন আবার বৃষ্টি হচ্ছে। ফলে আবার ক্ষতির মুখে পড়তে হবে। তাই জোরকদমে আলু তোলার কাজ চলছে। আলুর মান ভাল না হওয়ায় পাইকারি ক্রেতারা আসছেন না। চাষিরা চাইছেন, তাঁদের উৎপাদিত আলু কিনুন ক্রেতারা, যাতে তাঁরা ক্ষতির মুখ থেকে বাঁচতে পারেন।

এখন যা পরিস্থিতি তাতে চাষিরা মনে করছেন এবার আলু বিক্রি করে চাষের খরচের টাকা উঠবে না। কারণ ব্যবসায়ীরা এখন মাঠ থেকে তোলা আলু কিনতে চাইছেন না। যাও-বা কিছু বিক্রি হচ্ছে তার ভাল দাম মিলছে না। ফলে ক্ষতির মুখে চাষিরা। তাই ওই চাষিরা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

 

Related Articles