
The Truth Of Bengal: চলতি বছর ইদে মুক্তি পাবে অজয় দেবগনের ময়দান। কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে ফিরিয়ে আনা হয়েছে ছবিতে। কিংবদন্তি কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। ছবির ট্রেলারে ফুটবলের আবেগ উসকে দিলেন ছবির তারকারা। আর এবার সামনে এল ছবির প্রথম গান মির্জা। এ.আর.রহমানের সুরে এবং জাভেদ আলি,রিচা শর্মার ডুয়েট এই গানে ফুটে উঠল অজয় ও পরিমণির মিস্টি প্রেমের ছবি।