মঙ্গলবার সকাল থেকে গার্ডেনরিচে শুরু উদ্ধারকাজ
Rescue work started in Gardenrich from Tuesday morning

The Truth Of Bengal: গার্ডেনরিচের বিপর্যয়ের একদিন পার। মঙ্গলবার সকাল থেকে ফের NDRF এর টিম উদ্ধার কাজ শুরু করেছে। গার্ডেনরিচ কান্ডে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। এদিকে ভগ্ন বহুতলের নিচে এখনো আটকে প্রায় দুজন। এলাকাটি অত্যন্ত ভিঞ্চি হওয়ার কারণে NDRF এর উদ্ধার কাজ কিছুটা ধীর গতিতে হচ্ছে। ইতিমধ্যেই বহুতলের মধ্যে আটকে পড়া দুজনের জন্য যোগান দেওয়া হচ্ছে অক্সিজেন জল এবং খাবার।
প্রসঙ্গত, রবিবার মাঝরাতে মহানগরের ঘটে গিয়েছিল একটি ভয়াবহ দুর্ঘটনা যার রেস এখনো বর্তমান। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে একটি নির্মীয়মান বহুতল ভেঙে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর নার্সিংহোমে গিয়েছিলেন আহতদের দেখতে। এরপর এই ভয়াবহ ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘোষণা করেছেন ক্ষতিপূরণের।
Sad to learn about the house collapse disaster of an under- construction building in the Garden Reach area of the Kolkata Municipal Corporation. Our Mayor, Fire Minister, Secretaries and Commissioner of Police, civic, police, fire and disaster management officers and teams…
— Mamata Banerjee (@MamataOfficial) March 18, 2024
এছাড়াও দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু। উল্লেখ্য, গার্ডেনরিচ কান্ডে ইতিমধ্যেই মোহাম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গার্ডেন থানার পুলিশ প্রোমোটারের বিরুদ্ধে গাফিলতীর অভিযোগ, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং অবৈধ নির্মাণের জন্য KMC অ্যাক্টেও মামলা দায়ের করেছেন।