
The Truth Of Bengal: ১৪ মে বিশ্বখ্যাত পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষ। সেকারণে মৃণাল সেনের জন্মশতবর্ষে সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন শিল্পীর বায়োপিক পদাতিক। ইতিমধ্যেই ছবিটি একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত এবং পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এখন অপেক্ষা মুক্তির। অন্যদিকে অঞ্জন দত্ত ও মৃণালের নিয়ে ছবি তৈরি করেছেন, চালচিত্র এখন। সেই ছবিটির মুক্তিও মে মাসে।
এর ফলে গরমের বক্স অফিসে মৃণাল সেনকে নিয়ে জোর লড়াই শুরু হতে চলেছে। ফলে মৃণাল সেনকে ঘিরে সৃজিত বনাম অঞ্জনের লড়াই দেখতে যে চলেছে বাঙালি দর্শক তা বলাইবাহুল্য।