বিনোদন

স্বামী জায়েদ ছাড়াও গওহরের সন্তানের রয়েছে আর এক পিতা ! কে সেই ব্যক্তি ?

In addition to husband Zayed, Gauhar's children have another father! Who is that person?

The Truth Of Bengal: জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ঝলক দিখলাজা ১১-এর হোস্ট হিসেবে সম্প্রতি জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তিনি। তার অন-স্ক্রিন বাচনভঙ্গি এবং নিঁখুত সঞ্চালনার জন্য প্রশংসাও অর্জন করেছেন তিনি। এমনকি, সোশ্যাল মিডিয়াতে এমন বেশ পোস্টও ভাইরাল হয়েছে যেখানে তাকে অনুপ্রেরণা হিসেবেও তুলে ধরা হয়েছে। তিনি আর কেউ নন, জনপ্রিয় সঞ্চালক গওহর খান।

তবে, সম্প্রতি তার করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে চর্চাও শুরু হয়েছে। পোস্টটিতে তিনি লিখেছেন, স্বামী জায়েদ ছাড়াও তার সন্তানের আর একজন বাবা রয়েছেন? তিনি কে ? নেটিজেনরা তাকে প্রশ্ন করায়, উত্তরে গওহর বলেছেন, তিনি আর কেউ নন, তার শ্যালক তথা জনপ্রিয় নৃত্যশিল্পী আওয়েজ দরবার।

 

View this post on Instagram

 

A post shared by Gauahar Khan (@gauaharkhan)

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে গলা জড়িয়ে থাকতে দেখা গেছে দুজনকে। আওয়েজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই ওই পোস্ট করেছেন গওহর খান। পাশাপাশি, আবেগঘন হয়ে তিনি জানিয়েছেন, গওহরের পুত্রকে নিজের সন্তানের থেকে কম স্নেহে দেখেন না আওয়েজ। এমনকি, সন্তানের একাধিক দায়-দায়িত্বও গ্রহণ করেন তিনি। আর সব মিলিয়ে, নেটিজেনরা বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন, সেই আবেগও ধরা পড়েছে কমেন্ট বক্সে।

Related Articles