রাজ্যের খবর

নদীবাঁধে বড়সড় ফাটলের আশঙ্কায় এলাকাবাসী,পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন  

Due to the fear of a big crack in the river dam, the administration is keeping an eye on the situation

The Truth of Bengal,মাধব দেবনাথ,নদিয়া: হঠাৎ নদীর পাড়ে বড়সড় ফাটল। পাড় ভাঙার আশঙ্কায় ঘুম উড়েছে তীরবর্তী এলাকার মানুষের। নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাট সংলগ্ন সীমার ঘাটের মাঝামাঝি এলাকার ঘটনা। এখানেই আছে একটি জল প্রকল্প। যেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছয় গোটা শান্তিপুর এলাকায়। স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। এখনও বর্ষা নামেনি। তার আগেই নদী ভাঙনের আশঙ্কা নদিয়ার শান্তিপুরে। নদীর পাড়ে বড়সড় ফাটল। পাড় ভাঙার আশঙ্কায় ঘুম উড়েছে তীরবর্তী এলাকার মানুষের।

নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাট সংলগ্ন সীমার ঘাটের মাঝামাঝি এলাকার ঘটনা। এখানেই আছে একটি জল প্রকল্প। যেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছয় গোট শান্তিপুর এলাকায়। এলাকাবাসীর দাবি, নদীর পাড় ভাঙন রুখতে কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে। অনেক জায়গায় ইতিমধ্যে মেরামত করা হয়েছে। লক্ষ্য রাখা হচ্ছে, বর্ষার আগে ভাঙন রোধের কাজ শেষ করার। তাঁর মধ্যে আবার ফাটল নদীবাঁধে। এর আগে এই এলাকায় একাধিকবার ও নদী ভাঙনের জেরে অনেকের ভিটেমাটি গঙ্গা-বক্ষে চলে গিয়েছে।

অনেকে চাষের জমি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। তাই দাবি উঠছে দ্রুত এই ফাটল মেরামত করে আটকানো হোক নদী বাঁধের ভাঙন। না হলে আরও বড় ক্ষতির সামনে পড়তে হবে তাঁদের। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। এই এলাকায় ভাঙন রোধে কাজ চালাচ্ছে প্রশাসন। তবে এলাকাবাসী চায় যন্ত্রণা থেকে মুক্তি দিতে স্থায়ী ব্যবস্থা করা হোক। না হলে নদী তীরবর্তী প্রায় হাজারটি পরিবার আরও অসহায় হয়ে পড়বে। এই এলাকার ভাঙনের ইতিহাস দীর্ঘ। এক জায়গায় কাজ শেষ হলে অন্য জায়গায় ভাঙন শুরু হয়। তবে প্রশাসন সাধ্যমতো ভাঙন রোধে কাজ করে চলেছে।

Related Articles