
The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- আবারও হাতির হানায় মৃত্যু স্কুল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির কুসুমপুরে।
প্রশাসন সূত্রে খবর, শনিবার রাত্রে হাতিগুলিকে হুল্যা পাটি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল, সেই সময় অপর দিক থেকে গ্রামের মানুষ বেরিয়ে পড়ায়। এরপর জঙ্গল ছেড়ে কুসুমপুর এলাকার দিকে ঘুরে যায় হাতিগুলি। পিছু নেয় হুলা টিমের সদস্যরাও। সেই সময় মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন কেশিয়াড়ির কুসুমপুর এলাকার বাসিন্দা বাদল দত্ত। রাস্তায় হাতির সম্মুখে পড়ে গেলে বাইক ফেলে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। হাতি শুঁড়ে ধরে আছাড় মারে। পরে হাতিগুলিকে তাড়িয়ে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত ব্যক্তি পেশায় কেশিয়াড়ি হাইস্কুলের শিক্ষক ছিলেন।