কলকাতা

শহরের তিন জায়গায় হানা পুলিশের, ভোট ঘোষণার আগের দিন উদ্ধার বিপুল টাকা

Police raided three places in the city, recovered huge amount of money on the day before the election

The Truth of Bengal: শনিবার ভোটের সূচি ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে শহর থেকে উদ্ধার বিপুল টাকা। কলকাতা জুড়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে মোট ৫৪ লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার, দু’দিনে এই টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওয়ালার মাধ্যমে ওই টাকার লেনদেন চলছিল।

পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, শহরে হাওলার টাকা ঢুকছে। বেআইনি আর্থিক লেনদেন হচ্ছে। তাই গোটা শহরের ওপর কড়া নজর রেখেছিল লালবাজারের গুন্ডাদমন শাখা। তিনজনকে সন্দেহজনক বলে মনে হওয়ায় নজরদারি বাড়ানো হয়। এরপর বৃহস্পতি ও শুক্রবার একাধিক জায়গায় হানা দিয়ে মিলিয়ে ৩ মোট ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার হয়।

বড়বাজারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোডে সৌরভ সিংহের কাছ থেকে ১৪ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে। পোস্তায় চন্দ্রমোহন ঠাকুরের কাছ থেকে ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে। চন্দ্রমোহন বারুইপুরের বাসিন্দা। বউবাজারে প্রদীপ সিংহের কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তিন জনকেই গ্রেফতার করা হয়েছে।

Related Articles