কলকাতা

কী ভাবে দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী, জানতে সিপি-র নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন

Formation of a high-level committee led by CP to find out how the Chief Minister met with the accident

The Truth of Bengal: কী করে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর তা জানতে এবার উচ্চপর্যায়ের কমিটি গঠন। তিন সদস্যের এই কমিটির মাথায় রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শুক্রবার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সাক্ষাৎ করেন পুলিশ কমিশনার। এরপরেই দুর্ঘটনার কারণ অনুসন্ধান কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর আঘার পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে পুলিশ। তাই কারণ জানতে তদন্ত কোর্টে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছাড়াও কমিটিতে থাকছেন ডিসি সাউথ এবং আইসি কালীঘাট। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনুসন্ধান কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, দুপুরে ভবানী ভবনে দীর্ঘ বৈঠক হয় পুলিশ কর্তাদের।

বৃহস্পতিবার রাতে আচমকা বাড়িতে আহত হন মুখ্যমন্ত্রী। তাঁকে রক্তাক্ত অবস্থায় দ্রুত SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর কপালে ৩টি এবং নাকে একটি সেলাই হয়। কী ভাবে তাঁর আঘাত লাগে, তা এখনও পরিষ্কার নয়। যদিও SSKM হাসপাতালের সুপার ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায় ‘পুশ ফ্রম বিহাইন্ড’ শব্দটি ব্যবহার করেছিলেন। যদিও পরবর্তীকালে SSKM অধিকর্তা তাঁর মন্তব্যের ব্যাখ্যা করে বলেন, ‘মাথা ঘুরলে অনেক সময় এই অনুভূতি হতে পারে।’

কীভাবে বাড়ির মধ্যে মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনা ঘটে তা জানতে তদন্তে নামছে লালবাজার। একদিকে তদন্ত, অন্যদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনিতেই কড়া নিরাপত্তা বলয় আছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। এবার আরও কড়া করা হল সেই নিরাপত্তা।

Related Articles