রাজ্যের খবর

বাঁকুড়ায় বেপরোয়া গতির বলি শিশু, গ্রেফতার ২

Child victim of reckless speed in Bankura, arrested 2

The Truth Of Bengal, কৈলাস বিশ্বাস, বিষ্ণুপুর, বাঁকুড়া:- খেলার মাঠে বেপরোয়া গাড়ি চালকের গতির বলি এক শিশু, হাসপাতাল চত্বরে ক্ষোভ উগড়ে দেয় স্থানীয়রা, গ্রেপ্তার ২, আটক গাড়ি।

বিষ্ণুপুর শহরের নেতাজি নগর কলোনিতে তারামা খেলার মাঠে বিকেলে খেলা করছিল বড়দের সাথে একদল শিশু। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খেলার মাঠে দাঁড়িয়ে ছিল একটি চার চাকা গাড়ি তাতে ছিল গাড়ি মালিক ও তার বন্ধু। গাড়িটি স্টার্ট না হওয়ার কারণে গাড়িটিকে ঠেলে দেওয়ার জন্য মাঠে খেলছিল কয়েকজন যুবককে ডাকে গাড়িচালকের বন্ধু চন্দন রায়।

ওই যুবকরা গাড়িটি ঠেলার পর গাড়িটি স্টার্ট হয়ে যায়। এরপর হঠাৎ করেই গাড়ি স্টিয়ারিং এ থাকা চন্দন রায় দ্রুতগতিতে মাঠের মাঝখানে যেখানে শিশুরা খেলা করছিল সেই বরাবর নিয়ে যেতে থাকে গাড়িটি প্রিয়ম প্রামানিক নামের বছর ছয়ের একটি শিশুকে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনাকে কেন্দ্র করে সাময়িক ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বর জুড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষ্ণুপুর থানা পুলিশ। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ ঘটনায় গাড়িটি আটক করা হয়েছে। গাড়ি মালিক ও তার বন্ধু যথাক্রমে অভিনন্দন মুখার্জি ও চন্দন রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

FREE ACCESS

Related Articles