দেশ

১১২ টি নতুন সড়ক নির্মাণের কাজের শিলান্যাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Prime Minister Narendra Modi laid the foundation stone for the construction of 112 new roads

The Truth Of Bengal: লোকসভা ভোটের আগে দেশের পরিকাঠামো আরও উন্নত করার পথে মোদী সরকার। সম্প্রতি ১১২ টি সড়ক তৈরির প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় ধার্য করা হয়েছে মোট ১ লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী যে সড়ক গুলির শিলান্যাস করেছেন তাদের মধ্যে অন্যতম হল দ্বারকা এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পের ফলে দিল্লি থেকে গুরুগ্রাম যাওয়ার পথ আরও সুগম হবে। দিল্লির ৪৮ নম্বর জাতীয় সড়কের যানজটও কম হবে বলে মনে করেছে কেন্দ্রীয় সরকার।

দ্বারকা এক্সপ্রেসওয়ে তৈরি করতে খরচ হয়েছে ৪১ হাজার কোটি টাকা। দ্বারকা এক্সপ্রেসওয়েতে রয়েছে ৮ টি লেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন ১৯ কিমি দৈর্ঘ্য হরিয়ানা লেনের অংশ। এই লেনে রয়েছে দুটি অংশ। দিল্লি – হরিয়ানা সীমান্ত থেকে বাসাই রেল ওভার ব্রিজের দিকে যে অংশটি রয়েছে তার দৈর্ঘ্য ১০.২ কিমি এবং অপর অংশটি যা রেল ওভার ব্রিজ থেকে খেরকি দাউলার দিকে যাচ্ছে সেই অংশের দৈর্ঘ্য ৮.৭ কিমি।

দিল্লির ইন্টারন্যাশেনাল এয়ারপোর্ট থেকে গুরুগ্রাম বাইপাস পর্যন্ত এলাকাগুলিকে যুক্ত করেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে। ভোটের আগে মোদীর এই উদ্যোগ ভারতের অর্থনৈতিক দিকেকে আরও উন্নত করবে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।

Related Articles