
The Truth of Bengal: দক্ষিণ ভারতের কেরালার তিরুবনন্তপুরম জেলায় রয়েছে অনন্য সুন্দর ভারকালা নামক সমুদ্র সৈকত। সৈকতটি তিরুবনন্তপুরম এর পশ্চিম দিকে ও ত্রিভান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে। শহরের ভিড় থেকে দূরে সাদা বালির বিস্তীর্ণ প্রসারিত শান্ত পরিবেশ পাওয়া যায়। এই বিচের পর্যটকদের মূল আকর্ষণ হলো ফ্লোটিং ব্রিজ। তবে সেই আকর্ষণই বিপদ হয়ে দাঁড়ালো।
প্রতিদিনের মতোই ফ্লোটিং ব্রিজে ভিড় জমিয়েছিল পর্যটকরা। কিন্তু বড় ঢেউ আছড়ে পড়তেই মুহুর্তে সব তোলপাড় হয়ে গেল। ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল ফ্লোটিং ব্রিজ। ফ্লোটিং ব্রিজ থেকে ছিটকে পড়লেন পর্যটকরা। দুর্ঘটনায় আহত হয়েছেন ২ শিশু সহ ১৩ জন। আহতদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করে কাছের মিশন হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কারোর অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে।
তবে ১৪ বছরের এক কিশোরীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, জোয়ার আসার সতর্কতা আগেই জারি করা হয়েছিল। সাধারণত এই সময় ফ্লোটিং ব্রিজটি বন্ধই রাখা হয়। কিন্তু শনিবার কীভাবে ব্রিজটি খোলা ছিল ও তাতে কীভাবে পর্যটকরা গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পর্যটকরা যেহেতু লাইফ জ্যাকেট পরেছিলেন, তাই তাদের দ্রুত পাড়ে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, নাহলে বড় কোনও বিপদ হতে পারত।