৬৪ এমপি ক্যামেরাযুক্ত কার্ভ ডিসপ্লের স্মার্টফোন আনল লাভা
Lava has launched a curved display smartphone with a 64 MP camera

The Truth Of Bengal, Mou Basu: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা লাভা “Blaze Curve 5G” নামে নয়া মডেলের স্মার্টফোন আনল। এতে আছে ৬৪এমপি ক্যামেরা, ৬.৬৭ ইঞ্চি 120Hz 3D curved AMOLED ডিসপ্লে।
১২৮ জিবি আর ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে ফোন। নয়া মডেলের স্মার্টফোন চলবে Mediatek Dimensity 7050 processor এ। প্রিমিয়াম এজি গ্লাস ব্যাক ডিজাইনে পাওয়া যাবে লাভার নয়া মডেলের স্মার্টফোন। এতে থাকবে EIS সাপোর্টযুক্ত 64MP primary rear camera (Sony Sensor)। ক্যামেরায় থাকবে 8MP ultrawide ও 2MP Macro with LED Flash। 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে ভালো ভাবে নিজস্বী থাকবে।
লাভার নয়া মডেলের স্মার্টফোনের দাম ধার্য করা হয়েছে ১৭,৯৯৯ টাকা। ১১ মার্চ থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজন, লাভা ই-স্টোর ও লাভা রিটেইল নেটওয়ার্ক মারফত অনলাইনে পাওয়া যাবে। স্মার্টফোন চলবে 5000mAh battery সাপোর্টে। 33W charger এর সাহায্যে তাড়াতাড়ি চার্জিং দেওয়া যাবে। Blaze Curve 5G স্মার্টফোন চলবে ব্লোটওয়্যার ফ্রি, অ্যাড-ফ্রি ও ক্লিন অ্যান্ড্রয়েড ১৩ সিস্টেমে। আয়রন গ্লাস ও ভিরিডিয়ান গ্লাস রঙে মিলবে স্মার্টফোন।
FREE ACCESS