ব্রিগেড মঞ্চে প্রায় ৩০০ ফুটের র্যাম্প, পৌঁছে যাবে কর্মী সমর্থকদের মাঝে
Tmc Jonogorjon Sabha at Brigade Parade Maidan

The Truth of Bengal বিকাশ ঘোষ, কলকাতাঃ রাত পোহালেই রবিবার ব্রিগেড প্যারেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। জনগর্জণ সভায় এবারে বিশেষ চমক তৃণমূলের। বঙ্গ রাজনীতিতে এক অভিনবত্ব নিয়ে এসেছে ব্রিগেডের মঞ্চ। সামনে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ব্রিগেড সমাবেশ। তৃণমূলের নির্বাচনী প্রচারের ঝড় উঠতে চলেছে এই সমাবেশ থেকে। এরপর জেলায় জেলায় সমাবেশে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে ব্রিগেডের জনজোয়ার থেকে নির্বাচনের প্রচারের সুর বেঁধে দিতে চলেছেন নেতৃত্ব। কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এবং জঙ্গলমহলে জেলাগুলি থেকে তৃণমূল কর্মী সমর্থকরা মহানগরীতে আসতে শুরু করেছেন। আগামীকাল কলকাতার রাজপথ শুধুমাত্র তৃণমূলের দখলে চলে যেতে চলেছে। যেভাবে মাত্র কয়েকদিনের প্রচারে জেলায় জেলায় ব্রিগেড সভা ঘিরে যে উন্মাদনা দেখা গেছে তার ঢেউ আছড়ে পড়তে চলেছে কলকাতার ব্রিগেডে।
সব রেকর্ড ছাপিয়ে যাবে এবারের ব্রিগেড মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতারা। বাংলা যা এতদিন দেখেনি এবার সেই ছবি দেখবে ব্রিগেডের ময়দান থেকে। ব্রিগেডের মঞ্চ সেজে উঠছে জোড়া ফুলের আদলে। মোট তিনটি মঞ্চ থাকছে। একটি মঞ্চ থাকছে ভিক্টোরিয়ার দিকে। সমান্তরাল আরো দুটি মঞ্চ। মঞ্চ লাগুয়া তৈরি হয়েছে সুবিশাল ‘র্যাম্প’। যে নির্বাচিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা করা হচ্ছে তাকে বেশ কতগুলি ব্লকে ভাগ করা হয়েছে। মঞ্চ এবং ডি জোন বাদ দিয়ে প্রায় ৪০থেকে ৫০টির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠ কে, যেখানে কর্মী সমর্থকরা থাকবেন। মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। মূল মঞ্চের বাম দিকে এবং ডানদিকে দুটি ছোট মঞ্চ। মূল মঞ্চের ঠিক সামনে দিয়েই একটি সিঁড়ির মাধ্যমে কানেক্ট করা হচ্ছে ‘র্যাম্প’।
প্রায় ৩০০ ফুটের এই ‘র্যাম্প’ সোজাসুজি পৌঁছে যাচ্ছে কর্মী সমর্থকদের মাঝে। মূল মঞ্চ থেকে প্রায় ১৫০ ফুট পরে টি আকারে আরো দুটি ‘র্যাম্প’ মঞ্চের বাঁ দিক এবং ডানদিকে ভেঙে যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর তিনটি মঞ্চ মিলিয়ে থাকবেন তাই ৬০০ নেতা নেত্রী। দলের কর্মী সমর্থকরা যারা ব্রিগেড সমাবেশে আসছেন তারা খুব কাছ থেকে দেখতে পাবেন দলের সুপ্রিমক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুধু পশ্চিমবঙ্গ নয় অন্যান্য রাজ্যের তৃণমূলের কর্মী সমর্থকরা যোগ দেবেন এবারের সমাবেশে। মেঘালয় অসম ত্রিপুরা থেকে বহু কর্মী সমর্থক ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠতে চলেছে এই সমাবেশ থেকে। কেন্দ্রে জনবিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠবেন জনগর্জণের জনতা।