ব্যবসা

কলকাতা-সহ বিভিন্ন শহরে ইনস্ট্যান্ট ডেলিভারি পরিষেবা চালু করছে ফ্লিপকার্ট

Flipkart is launching instant delivery service in various cities including Kolkata

The Truth Of Bengal , Mou Basu : জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট নিজেদের ব্যবসাকে ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রসারণ করতে উদ্যোগী হয়েছে। এবার ই-কমার্স সংস্থাটি কলকাতা-সহ বিভিন্ন শহরে ইনস্ট্যান্ট ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসেই এই নয়া পরিষেবা চালু করতে চলেছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট সংস্থা এবার কুইক কমার্স বিজনেসে ঢুকতে চলেছে। এই পরিষেবা চালু হলে ক্রেতারা কোনো কিছু অর্ডার দিলে তা সঙ্গে সঙ্গেই তাঁদের কাছে পৌঁছে দেবে ফ্লিপকার্ট।

কলকাতার পাশাপাশি আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ইন্দোর, জয়পুর, ভুবনেশ্বর, কোয়েম্বাত্তুর, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, পুনে, পটনা, রায়পুর, শিলিগুড়ি, বিজয়ওয়াড়া, লখনউ, লুধিয়ানা, মুম্বই আর নাগপুরে এই ইনস্ট্যান্ট ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে ফ্লিপকার্ট। গ্রাহকদের সুবিধার কথা ভেবে এবার নিজস্ব ইউপিআই ব্যবস্থাও চালু করতে চলেছে ফ্লিপকার্ট।

Free Access

Related Articles