বিনোদন
মুক্তি পেল টুইস্ট অ্যান্ড টার্নে ভরপুর ‘MAHARANI 3’
'MAHARANI 3' full of twists and turns released

The Truth Of Bengal: ফের মহারানী অবতারে হুমা কুরেশি। ৭ মার্চ থেকে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হল মহারানি থ্রি-র। হুমা কুরেশি, সোহম শাহ, অমিত সিয়াল, এবং প্রমোদ পাঠক অভিনীত, ওয়েব সিরিজ মহারানি তার থার্ড সিজন নিয়ে ফিরে এসেছে।
ওয়েব সিরিজটিতে একজন গৃহিণীর গল্প অনুসরণ করে যাকে অপ্রত্যাশিতভাবে বিহারের মুখ্যমন্ত্রীর উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। আগের দুটি সিজনের থেকে এই সিরিজের গল্প আরও বেশি জমাট। ফলে এই সিরিজে হুমা কুরেশি ও অমিত সিয়ালের মধ্যে জোর টক্কর দেখা যাবে। দুজনের এই টক্কর এক ঝলকে দেখে নেব আজকের বিনোদনের সাতকাহনে।
FREE ACCESS