মুর্শিদাবাদে পারিবারিক বিবাদের জেরে খুন, তদন্তে ইলামবাজার থানার পুলিশ
Murder due to family dispute in Murshidabad, Ilambazar police investigating

The Truth Of Bengal, Murshidabad: মুর্শিদাবাদ জেলার ইলামবাজার থানার পাইকুলি গ্রামে পারিবারিক বিবাদ এর জেরে খুন করার অভিযোগ উঠল বছর পঞ্চাশের লালবাবু শেখকে।
সূত্রের খবর, গত দশ বছর আগে ইলামবাজার থানার পাইকুলি গ্রামে লালবাবু শেখ নামে এক ছেলের সঙ্গে বিয়ে হয় ওই গ্রামেরই এক মহিলার। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে না থেকে মেয়েটি বাবার বাড়িতে থাকত। বারবার বউকে আনতে যাওয়া সত্ত্বেও না আসায় বিবাদ সৃষ্টি হয়। পরবর্তী সময় ওই ছেলেটি অন্যত্র বিয়ে করে। তারপর থেকে ২ পরিবারের মধ্যে সমস্যা বাধে। বুধবার সকালে মেয়ের বাড়ি থেকে মেয়ের দুই মামা, শেখ ইজাজুল এবং শেখ আজিম , শেখ লালবাবু বাড়িতে আসেন। এরপর তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীকালে মেয়ের দুই মামা শেখ লালবাবুর গলা চেপে ধরলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এরপর, পরিবারের লোকজন মৃতদেহ ইলামবাজার থানায় নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ হয়। যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় পরিবার। এরপর মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
FREE ACCESS