বিনোদন
Trending
নতুন মিশনে সিদ্ধার্থ, চলতি মাসে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘যোদ্ধা’
Siddharth in new mission, much awaited 'Joddha' to release this month

The Truth Of Bengal: চলতি মাসে মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ মালহোত্রার বহু প্রতীক্ষিত ‘যোদ্ধা’। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। শেরশাহ-র পর ফের ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ‘যোদ্ধা’ যে আউট অ্যান্ড আউট অ্যাকশনে ভরপুর ছবি হতে চলেছে, তার প্রমাণ পাওয়া গেছে টিজারেই।
প্লেন হাউজ্যাক নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। হাইজ্যাকারদের থেকে বিমানযাত্রীদের বাঁচাতে ত্রাতার ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে। এর জন্য ছবির অ্যাকশন দৃশ্যে কোনও খামতি রাখেন নি পরিচালক। এর জন্য প্রচুর অ্যাকশনস্টান্ট করেছেন সিদ্ধার্থ। সেই অ্যাকশন শ্যুটিংয়ের টুকরো টুকরো ছবি উঠে এল যোদ্ধার মেকিংপর্বে।
FREE ACCESS