হরিশ্চন্দ্রপুর কলেজে ৪ দিন ব্যাপী এক সেমিনার আয়োজন করলেন বিদ্যুৎ দফতর
Electricity Department organized a 4-day seminar at Harishchandrapur College

The Truth Of Bengal ,হরিশচন্দ্রপুর :বিদ্যুতের কাজ করতে গিয়ে দেখা যায় কোথাও না কোথাও ছোট বড় দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার কবলে পড়েন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা । আর যাতে এই দুর্ঘটনার কবলে পড়তে না হয় কোন বিদ্যুৎ কর্মীকে , তার জন্য সোমবার ৫৩ তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করলো হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দফতর ।
সোমবার হরিশ্চন্দ্রপুর কলেজে বিদ্যুৎ দপ্তররে পক্ষ থেকে এক সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উত্তর মালদা ডিভিশনাল ম্যানেজার অভিষেক দে,হরিশ্চন্দ্রপুর সিসিসি ডি এন্ড স্টেশন ম্যানেজার প্রদীপ দাস, WBSEDCM শাহাবাজ আলম ও হরিশ্চন্দ্রপুর কলেজের প্রফেসর ভুপেন ঘিমিরে, রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন এবং জেলা পরিষদের সদস্য বারেকুল ইসলাম সহ অন্যান্যরা।
হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দে জানান, ৪ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে এই জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে । এছাড়াও তিনি জানান , বিদ্যুতের কাজ করতে গিয়ে কোনো কর্মী যাতে আর কোনো দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য বিশেষ সেমিনার ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
Free Access