বিজয়ীর তকমা হাতছাড়া বাংলার, ইন্ডিয়ান আইডল সিজন 14-এর চ্যাম্পিয়ন বৈভব গুপ্তা
Bengali, Indian Idol Season 14 champion Vaibhav Gupta misses out on the winner's title

The Truth Of Bengal : গানের রিয়্যালিটি শো গুলোর মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান আইডল। এই শো টি প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে এই রিয়্যালিটি শো টি 14 তম সিরিজ শেষ হল । আর রবিবার ছিলো এই রিয়্যালিটি শো টির ফাইনাল ।
ইন্ডিয়ান আইডল সিজেন 14 এ ফাইনালে উঠেছিল মোট ৬ জন প্রতিযোগী । আর তারা হলেন – আদ্যা মিশ্রা , অনন্যা পাল , শুভদীপ দাস চৌধুরী , অঞ্জনা পদ্মনাভন , বৈভব গুপ্তা পীষুশ পানওয়ার। এই ৬ জন প্রতিযোগীর মধ্যে ২ জন ছিলো বাংলার সন্তান । আর এই দুই বঙ্গ সন্তান ফাইনালিস্ট এ যাওয়ায় বেশ উৎসাহী ছিল বঙ্গবাসী। প্রথম থেকে বেশ ভালো গান গেয়েছিলেন শুভদীপ দাস চৌধুরী ও অনন্যা পাল । এছাড়াও , শ্রেয়া ঘোষাল শুভদীপ দাস চৌধুরীকে ওস্তাদ হিসেবেও আখ্যা দিয়েছিলেন। তবে ২ বঙ্গসন্তান ফাইনালিস্ট তালিকায় থাকলে , ট্রফি এলোনা বাংলার ঘরে ।
২০২৪ ইন্ডিয়ান আইডল সিজন 14 এর চ্যাম্পিয়ন হলেন বৈভব গুপ্তা । এবং দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করলেন শুভদীপ দাস চৌধুরী। ও তৃতীয় স্থান অর্জন করে পীযূষ পানওয়ার । এবং চতুর্থ স্থানে আসে বাংলার আরো এক প্রতিযোগী অন্যান্য পাল। ইন্ডিয়ান আইডল সিজন 14 এর বিচারকের আসনে প্রথম থেকেই ছিলেন – শ্রেয়া ঘোষাল , কুমার শানু ও বিশাল দাদলানি। আর ফাইনালের দিনে বিশেষ চমক হিসেবে এই অনুষ্ঠানে যোগদান করেন সনু নিগাম ।
Free Access