খেলা
Trending

চলতি বছরেই বক্সিং রিংয়ে ফের মুখোমুখি রুনি – ইব্রা!

This year in the boxing ring face Rooney - Ibra!

The Truth Of Bengal : ইচ্ছা থাকলেই যে সবকিছুর করা সম্ভব তা যেন ফের প্রমাণ করতে বদ্ধপরিকর ওয়েন রুনি আর জ্লটান ইব্রাহিমোভিচ। ওয়েন রুনি আর ইব্রাহিমোভিচ  এবার নিজেদেরকে নতুনভাবে খুঁজে বের করতে চাইছেন।  দুজনেই ফুটবল বিশ্বে অতি পরিচিত। এবার তারা দুজনই ফুটবলার পরিচয়ের বাইরে ও আরো একটা দুনিয়ায় নিজেদের নাম ফোটাতে চাইছেন তা হলো বক্সিং। ইংল্যান্ড ও সুইডেনের এই দুই তারকা বক্সিংয়ে নামবেন বলেই জানা গিয়েছে।

ফুটবল বিশ্বে তাদের দাপট ছড়িয়ে রয়েছে আর এবার অন্য জগতে ও তারা পারফর্ম করতে চান নিজেদের প্রতিভা মেলে ধরতে চান এই ভাবনা থেকেই এগিয়ে চলা শুরু হবে এই দুজন তারকার।  ইব্রামোভিচ গত বছরই  বলেছিলেন, তিনি  বক্সিং ভীষণ পছন্দ করেন । যদি কোনওদিন সুযোগ আসে, তাহলে তিনি  রিংয়ে নেমে পড়বেন । রিং এ নেমে পড়ার জন্য মুখিয়ে ছিলেন এই তারকা । এবার তিনি সে পথেই পা বাড়াতে চাইছেন । কিন্তু প্রশ্ন হল এই দুই তারকা বক্সিং এর কোথায় নামবেন কোথায় মুখোমুখি হবেন? সে ক্ষেত্রে এক সংস্থা এই উদ্যোগ নিয়েছে। যেখানে এই দুই তারকা মুখোমুখি হবেন এবং লড়াইয়ে নামবেন।  সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

ইংল্যান্ড তথা বিশ্ব ফুটবলের অন্যতম প্রখ্যাত  ফুটবলার ওয়েন রুনি। ফুটবলার হিসেবে এভারটনে খেলে তাঁর উত্থানের শুরু। এরপর তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতন দলে খেলেছেন রীতিমতো দাপটের সঙ্গে। ফুটবল বুটজোড়া তুলে রেখেছেন।  তবে নিজেকে নতুন ভাবে খুঁজে বের করা । নিজেকে অন্বেষণ করার ভাবনা রয়েছে এই তারকার মধ্যে ।এবার  সেকারণে নামবেন রিংয়ে ।

 

FREE ACCESS