রাজ্যের খবর
সরকারি বাসের ধাক্কায় মৃত্যু ব্যক্তির, পাহাড়পুরে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর
A person died after being hit by a government bus, the people of Paharpur blocked the national highway

The Truth Of Bengal : সরকারি বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির । ঘটনাটি ঘটে মালদহে চাঁচলের পাহাড়পুরে। মৃত ব্যক্তির নাম হাসিরুদ্দিন, বয়স ৫০ । তিনি চাঁচল ২ ব্লকের সাহুরগাছি গ্রামের বাসিন্দা ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী , গত মঙ্গলবার মালদা এর চাঁচলের পাহাড়পুর ৮১ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতিতে আসা একটি সরকারি বাস ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি আহত ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যায়। এবং আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে
মালদা মেডিকেল থেকে কলকাতায় রেফার করা হয়।
উল্লেখ্য , সেই আহত ব্যক্তির গতকাল মৃত্যু হয়। এই মৃত্যু কে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ এবং মৃত ব্যক্তির পরিবার জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়।
Free Access