আমেরিকায় রহস্যজনকভাবে খুন সিউড়ির এক নৃত্য শিল্পীর
A dance artist from Siuri mysteriously murdered in America

The Truth Of Bengal : আমেরিকায় রহস্যজনক মৃত্যু সিউড়ির এক যুবকের। মৃত যুবকের নাম অমরনাথ ঘোষ। তিনি সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীর বাসিন্দা । জানা যাচ্ছে ওই যুবক নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন । নৃত্যকলার কাজের জন্যই আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তিনি ।
অমরনাথ ঘোষের কাকা শ্যামল ঘোষ এবং কাকিমা ভগবতী ঘোষ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অমরনাথের এক বন্ধু তাঁদের ফোন করে । আর সেই বন্ধু জানান অমরনাথকে আমেরিকায় গুলি করে খুন করা হয়েছে। কে বা কারা খুন করেছে, কেনই বা খুন হলেন অমরনাথকে , সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তিনি ।
অন্যদিকে এই ঘটনার পর অমরনাথ ঘোষের কাকা ও কাকিমা সিউড়ি থানা এবং সিউড়ি পৌরসভার দ্বারস্থ হন । যাতে সত্যি ঘটনা সম্পর্কে তারা জানতে পারেন । এবং অমরনাথ ঘোষ মৃতদেহ যেন তারা ফিরে পান। অপরদিকে সিউড়ি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হবে । এবং প্রশাসনিকভাবে চেষ্টা চালাবেন, সত্যিই যদি অমরনাথ ঘোষ মারা গিয়ে থাকেন তাহলে যেন তার মৃতদেহ ফিরিয়ে আনা যায়।
Free Access