এগারোর গেরোয় যে শহর, সবকিছু রয়েছে এগারোটা করে, জানেন সেটা কোন দেশ?
Switzerland is a European country

The Truth Of Bengal, Mou Basu : অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইউরোপের দেশ সুইৎজারল্যান্ড। পাহাড়ের কোলে রয়েছে ছবির মতো সাজানো সুন্দর শহর সোলোথার্ন (Solothurn)। তবে সুইৎজারল্যান্ডের এই শহরের খ্যাতি অন্য কোনো কারণের জন্য। কারণটি খুবই অভিনব, অদ্ভুত। এগারোর গেরোয় ঘিরে রয়েছে এই শহর। এই ছবির মতো সাজানো গোছানো শহরে সবকিছু রয়েছে এগারোটা করে। এই শহরে রয়েছে ১১টা গির্জা, ১১টা চ্যাপেল, ১১টা ঐতিহাসিক ঝরনা, ১১টি টাওয়ার। এমনকি একটা অদ্ভুত ঘড়িও রয়েছে যেখানে ১২টার কাঁটা নেই। ১১ ঘণ্টার ডায়ালের ঘড়ি রয়েছে।
সোলোথার্নের শহরের বাসিন্দারা মনে করেন ১১ সংখ্যার সঙ্গে বাইবেলের সম্পর্ক রয়েছে। ফোকলোর বা লৌকিক কাহিনি অনুসারে, কাছের ওয়েইসেনস্টেইন পাহাড় থেকে নেমে এসেছিল ম্যাজিক্যাল elf. এই প্রাণীর সঙ্গে জার্মান ভাষায় ১১ সংখ্যার মিল আছে।সোলোথার্ন শহরের সঙ্গে ১১ সংখ্যার সম্পর্ক শতাব্দী প্রাচীন। ১২৫২ সালে সোলোথার্ন শহরে যে টাউন কাউন্সিল গড়ে ওঠে যার সদস্য সংখ্যা ছিল ১১। ১৪৮১ সালে সুইস কনফেডারেশনের একাদশতম ক্যান্টন হয় সোলোথার্ন। এই শহরে ছিল ১১টি মধ্যযুগীয় গিল্ড।
সোলোথার্ন শহরের প্রধান আকর্ষণ হল সেন্ট উরসুস ক্যাথেড্রাল। ১১ বছর ধরে ইতালির স্থপতি গেইত্তানো মাত্তেও পিসোনি এই ক্যাথেড্রাল তৈরি করেন। ১১ রকমের পাথর দিয়ে তৈরি হয় এই ক্যাথেড্রাল। সোলোথার্ন শহরের বাসিন্দারা তাঁদের দৈনন্দিন জীবনে ১১ সংখ্যাকে জড়িয়ে নিয়েছেন। একাদশ বছরের জন্মদিনে বিশেষ ভাবে উদযাপন করা হয়।
FREE ACCESS