রাজ্যের খবর

মুনাফা লাভের আশায় উত্তর দিনাজপুরে শুরু স্ট্রবেরি চাষ

Strawberry cultivation started in North Dinajpur in the hope of profit

The Truth Of Bengal: প্রথাগত কৃষিকাজের পাশাপাশি আজকের নতুন প্রজন্মের কৃষকেরা বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে বেশি মুনাফা লাভের আশায় নতুন নতুন কৃষি কাজের দিকে এগিয়ে এসেছে। তেমনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল গ্রাম পঞ্চায়েত অধিন ডালিমগাঁওয়ের লোহাতারা গ্রামের যুবক ভদ্র রায় তার ১০ কাটা জমিতে স্ট্রবেরি ফল চাষ করে স্বর্নিভর হয়ে উঠছে।

স্ট্রবেরি সাধারণত ঠান্ডা আবহাওয়া যুক্ত এলাকায় ভালো হয়ে থাকে। বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুনে এবং হিমাচল প্রদেশ থেকে গাছ এনেছে একেকটি গাছ কিনতে তার ১৫ টাকার উপরে খরচ হয়েছে বলে জানান কৃষ্ক ভদ্র রায়। ইউটুভের মাধ্যমে চাষের সম্পর্কে জানতে পেরে স্ট্রবেরি চাষের প্রতি আগ্রহ বেড়েছিল তার। বিভিন্ন যায়গায় গিয়ে স্ট্রবেরি চাষের প্রশিক্ষণ নিয়েছে। তারপর তার নিজের ১০ কাটা জমিতে ৭০০ শো মতো স্ট্রবেরি গাছ লাগিয়েছিল অক্টবর মাসে আর ফেব্রুয়ারী মাসের প্রথম থেকেই কম বেশি সব গাছে লাল টুকটুকে টক মিষ্টি জিভে জল আনা স্ট্রবেরি ফলন হয়েছে।

স্ট্রবেরি খুব নরম থাকায় খুব সাবধানতার সাথেই ইতিমধ্যেই পরিবারের সকলে মিলে গাছ থেকে তুলে স্ট্রবেরি গুলি বাগানের প্যাকেটিং করে বাজারে পাঠাচ্ছে ভদ্র। কমবেশি একেকটা গাছে ১ কেজি করে স্টবেরি ফলন হয়ে থাকে।পাইকারি ৩০০ টাকা কিলো এবং খোলা বাজারে ৬০০ শো টাকা কিলো দরে বিক্রি করছে।ফলে ভালোই মুনাফা লাভ হচ্ছে বলে জানান ভদ্র রায়।

FREE ACCESS

Related Articles