‘দিদির দূত’ শুনেছিলেন অভিযোগ, বেহাল রাস্তা সংস্কারে বরাদ্দ ২ কোটি টাকা
2 crore allocated for renovation of dilapidated roads

The Truth of Bengal: দিদির দূত কর্মসূচিতে মানুষ রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছিল। এলাকার মানুষের সেই দাবির গুরুত্ব দিয়ে হতে চলেছে নতুন রাস্তা। ৬ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হল ২ কোটি টাকা। সেই কাজের সূচনা হয়ে গেল। দাবি পূরণ হতে চলায় খুশি গ্রামবাসীরা। গত বছর ‘দিদির দূত’ কর্মসূচিতে উত্তর ২৪ পরগনার বাগদার কোনিয়াড়া ১ গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামে গিয়েছিলেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। গ্রামে গিয়ে বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। গ্রামবাসীদের অভিযোগ ছিল, রাস্তার জন্য এলাকার ছেলে-মেয়েদের বিয়ে হচ্ছে না।
কয়েক দশক ধরে এই রাস্তা বেহাল থাকার কারণে নারকীয় যন্ত্রণায় ভুগছিলেন বাসিন্দারা। বিশ্বজিৎ বাবু সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন রাস্তা করে দেওয়ার। অবশেষে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ হল ২ কোটি টাকা। এলাকার সবচেয়ে বড় সমস্যা দূর হতে চলায় বিধায়ককে দিদির দূতকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার লোকজন। বাগদার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানান, স্বাধীনতার পর থেকে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। তিনি নিজে গিয়ে রাস্তাটি দেখে এসে মুখ্যমন্ত্রীকে জানান।
এলাকার মানুষের কথা ভেবে এই রাস্তাটির জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেছেন। ‘দিদির দূত’ কর্মসূচি চালু হয়েছিল মানুষের অভাব অভিযোগ শোনার জন্য। চেষ্টা করা হয়েছিল সেই অভিযোগের যতটা সম্ভব নিষ্পত্তি করার। জনপ্রতিনিধিরা পাড়ায় পাড়ায় গিয়ে সেই কাজ করেছিলেন। বর্ষার সময় নারকীয় যন্ত্রণা পোহাতে হতো যে রাস্তার জন্য, এখন সেই রাস্তা সংস্কার হতে চলেছে। ২ কোটি টাকায় নতুন রাস্তা পেতে চলেছে এলাকার মানুষ।