খেলা

জাঁকজমকপূর্ণভাবে শুরু WPL, গ্ল্যামারের ছড়াছড়ি চিন্নাস্বামীতে

WPL Opening ceremony

The Truth of bengal: মহাসমারোহে মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধন হলো। এই অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। ছিলেন শাহিদ কাপুর , বরুণ ধাওয়ান , সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান,  টাইগার শ্রফ। কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়ামে সকলে যেমন এই তারকাদের পারফর্ম দেখে খুশি হয়েছেন তেমনি অপেক্ষা ছিল কিং খানের। বলিউড বাদশা এদিন ধামাকাদার পারফরম্যান্স করেন তাতেই দিলখুশ হয়ে যায় উপস্থিত দর্শকদের। শাহরুখ  খানের উপস্থিতিতে এই অনুষ্ঠান আলাদা একটা মাত্রা পায় । অনুষ্ঠানে যেন নতুন গ্লামারের ছটা সংযোজিত হয় শাহরুখের উপস্থিতিতে। তার প্রবেশ একেবারে রাজকীয় ভাবে হয় ।

সেই প্রবেশ দেখেই স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা যেমন হাততালি  দিয়ে অভিবাদন জানান  তেমন্ই উঠে  দাড়িয়েও  রীতিমতো শাহরুখের নামে জয়ধ্বনি করতে থাকেন । দর্শকেরা ম্যাচ দেখার আগে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান একেবারে অন্যরকম ছিল তা বলাই যায়। কিং খান এদিন কে বলিউডের ফিল্মের মতো করে দর্শকদের জন্য দু-চার কথা বলেন যা হৃদয় ছুঁয়ে যায় সকলের। লেজার লাইট শো থেকে শুরু করে নানা রকম আলোক শয্যায় সাজানো হয়েছিল অনুষ্ঠান চত্বরকে।

শাহরুখ খানের এন্ট্রির সময় চিন্নাস্বামী জুড়ে তখন সকলের মুখে একটাই নাম – শাহরুখ। বলিউড বাদশা এদিন মঞ্চে শুধু নিজে নাচছিলেন এমনটা নয় উপস্থিত দর্শকদের কেউ নাচালেন। আইপিএলের ক্ষেত্রে যতটা আয়োজন করা হয় ডব্লিউ পি এল এর ক্ষেত্রে ও ততটাই আয়োজন করা হয়েছে। ডাবলু পি এল কে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাবার জন্য বিসিসিআই-এর এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন বলে মনে করছে দর্শকেরা। মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই কর্তারাও।

Related Articles