দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ‘মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস’ আদা শর্মা
'Most Promising Actress' Ada Sharma at Dadasaheb Phalke International Film Awards

The Truth Of Bengal: সম্প্রতি অনুষ্ঠিত দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ‘দ্য কেরালা স্টোরি’ ছবির জন্য ‘মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস’ হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পান আদা শর্মা।
View this post on Instagram
দ্য কেরালা স্টোরি’ ছবির পর লাইমলাইটে আসেন অভিনেত্রী আদা শর্মা। অভিনেত্রীকে প্রায়ই মারাঠি ভাষায় গান গাইতে এবং কথা বলতে শোনা যায়। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের কথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
ট্রফির সাথে তোলা ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,” দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ২০২৪-এ আমাকে ‘সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রী’ হিসেবে পুরস্কার দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ।”
View this post on Instagram
আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে একটি প্লাঞ্জ নেক ব্লাউজ, ভারী এমব্রয়ডারি করা লেহেঙ্গা, মাংটিকা এবং ন্যূনতম মেকআপ লুকে আদাকে খুব সুন্দর লাগছিল।
FREE ACCESS