রাজ্যের খবর

সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি, এলাকায় বসানো হল সিসিটিভি

Sandeshkhali

The Truth of Bengal: নানা রাজনৈতিক দল গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করলেও সন্দেশখালিতে এখন জনজীবন স্বাভাবিক। নিবিঘ্নে পরীক্ষা দিচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এলাকার মানুষ আস্থা রাখছে প্রশাসনের ওপর। জেলা পুলিশ-প্রশাসন এলাকার শান্তি বজায় রাখতে কোনও আপস করছে না। বুধবার সন্দেশখালিতে এলেন রাজ্যের ডিজি রাজীব কুমার। খতিয়ে দেখলেন এলাকার পরিস্থিতি। টোটো করে বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। পরে লঞ্চে চেপে নদীপথে অনেক এলাকা পরিদর্শন করেন তিনি। ডিজি-র সঙ্গে ছিলেন জেলা পুলিশের পদস্থ কর্তারা।

এলাকার নিরাপত্তার স্বার্থে এলাকায় বিরাট পুলিশ বাহিনী যেমন আছে, তেমনই সন্দেশখালি ফেরিঘাট সহ বিস্তীর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সন্দেশখালি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি করতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে জেলা প্রশাসন। অন্যদিকে, জব কার্ডের টাকা পেতে নাম নথিভুক্ত করছেন উপভোক্তারা। সন্দেশখালিতে সহায়তা কেন্দ্রে লক্ষ্য করা গেল ভিড়। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় ১০০ দিনের কাজ করেছেন জব কার্ড হোল্ডাররা। গত ২ বছর ধরে ১০০ দিনের কাজ করায় তারা কোনও অর্থ পাননি। এই নিয়ে একাধিকবার ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, আন্দোলন করেছেন।

তাদের দাবি কেন্দ্র সরকার এই টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রকে জানালেও বাংলায় ১০০ দিনের বঞ্চিতদের অর্থ দিতে নারাজ। সেই মতো রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ২১ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার। এবার সেই মতো সন্দেশখালি  প্রত্যন্ত অঞ্চলের কয়েক হাজার জব কার্ড হোল্ডারের নাম নথিভুক্তর কাজ শুরু হল। সকাল থেকে  সন্দেশখালি দু’নম্বর ব্লক সহ-সভাপতি মহেশ্বর সরদারের উদ্যোগে নাম নথিভুক্ত করনের কাজ শুরু হয়েছে। সহায়তা কেন্দ্রে জব কার্ডধারী মানুষের লম্বা লাইন দেখা যায়। শান্তিপূর্ণভাবে তারা নাম নথিভুক্ত করেন।

Related Articles