প্রিয়াঙ্কা চোপড়াকে রিপ্লেস করলেন কিয়ারা আডবাণী, ডন-থ্রির লিড রোলে এবার কিয়ারা
Kiara Advani replaced Priyanka Chopra

The Truth Of Bengal : আগামি মাস থেকে শুরু হতে চলেছে ফারহান আখতারের ডন-থ্রির শ্যুটিং। তার আগে ছবির লিড রোলে প্রিয়াঙ্কা চোপড়াকে রিপ্লেস করলেন কিয়ারা আডবাণী। এর আগে ডন-থ্রি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন জংলি বিল্লি প্রিয়াঙ্কা। এবার সেই পিগি চপস-এর জুতোয় পা গলালেন কিয়ারা।
একবছর আগে ফারহান আখতারের ডন ৩’ ছবিতে ডন শাহরুখকে রিপ্লেস করেছিলেন রণবীর সিং। এমনকি রণবীরকে নিয়ে ছবির টিজারও সোশ্যাল দুনিয়ায় প্রকাশ করা হয়েছিল। এরপর শোনা যায় ছবি থেকে সরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। তারপরেই ‘জংলি বিল্লি’ প্রিয়াঙ্কা চোপড়ার জায়গা কে নেবেন, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন পরিচালক ফারহান আখতার। জানা গেল, ‘ডন ৩’ ছবিতে রণবীরের ‘জংলি বিল্লি’ হচ্ছেন কিয়ারা আডবাণী। মঙ্গলবার এই খবর জানিয়েছেন স্বয়ং ফারহান আখতারই। এছাড়া আগের দুটো ডন-এর থেকে ডন-থ্রিতে আরও বেশি চমক অপেক্ষা করবে দর্শকের জন্য। আগামি মাস থেকে শুরু হতে চলেছে ডন-থ্রি-এর শ্যুটিং বলে জানা গেছে।
ফারহান আখতারের পরিচালিত ‘ডন ৩’ ছবিকে ঘিরে চর্চার অন্ত নেই। প্রতিদিন আপডেট আসছে এই ছবি নিয়ে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ডন ছবিতে নাকি জংলি বিল্লির চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে এবার অভিনয় করবেন কিয়ারা আডবাণী।২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণ। কেতাদুরস্ত এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো বিগ সুপারস্টারদের দেখে অভ্যস্থ দর্শকরা, সেখানে রণবীর সিংকে দেখে তুমুল শোরগোল শুরু হয়েছিল নেটপাড়ায়। এবার প্রিয়াঙ্কার বদলে কিয়ারকে কাস্টিং করায় সেটাকে কতটা মেনে নেবে নেটিজেনরা সেটাই বড় প্রশ্ন ?
FREE ACCESS