শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র-কার্তুজ উদ্ধার করল পুলিশ , গ্রেফতার ১
Police recovered firearms-cartridges in Siliguri, arrested 1

The Truth Of Bengal : আবারও বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ । শিলিগুড়ি থেকে উদ্ধার হল দেশি পিস্তল ও কার্তুজ ৷ ঘটনার সঙ্গে জড়িত থাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশ । কোথার থেকে এবং কেন ওই অস্ত্র আনা হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷
গোপনসূত্রে খবর পেয়ে সোমবার শিলিগুড়ি চম্পাসারি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। ধৃতের ব্যক্তির নাম এমডি জাব্দুল হুসেন ওরফে রাহুল। অভিযুক্ত জয়গাঁ’র বাসিন্দা হলেও কর্মসূত্রে শিলিগুড়ির মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে থাকেন ।
শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে । পাশাপাশি , ধৃত এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে জানান শিলিগুড়ি থানার পুলিশ । মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে । তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । অপরদিকে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত জেলা প্রশাসন ৷
Free Access