রাজ্যের খবর
Trending

মহিলাদের উদ্দেশ্যে বায়ো টয়লেট বাসের শুভ উদ্বোধন করলেন পুর মন্ত্রী ফিরহাদ হাকিম

Public Works Minister Firhad Hakim inaugurated the bio toilet bus for women

The Truth Of Bengal: পূর্ব ঘোষণা অনুযায়ী মহিলা দের জন্য বায়ো টয়লেট বাসের উদ্বোধন করলেন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা পৌর সংস্থার সামনে একটি আধুনিক মহিলা টয়লেট বাসের শুভসূচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক মহিলা তৃনমূল কাউন্সিলররা। এই অত্যাধুনিক বাসে মহিলা দের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। একদিকে রয়েছে মহিলাদের বায়ো টয়লেট অন্যদিকে রয়েছে ব্রেস্ট ফিডিং রুম এবং চেঞ্জিং রুম।

প্রসঙ্গত, এর আগেও মেয়র ফিরহাদ হাকিম এই বাসের কথা জানিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতির মত মঙ্গলবার পতাকা দেখিয়ে এই বাসের পরিষেবা প্রদানের জন্য ছাড়া হল। এই বাস শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘনবসতি অঞ্চল সহ অফিস পাড়া ও মার্কেট ও বাজার অঞ্চলে ঘুরবে। অনেক সময় কাজের ক্ষেত্রে বাইরে বেরোনোর সময় মহিলাদের বিভিন্ন সময় শৌচালয় নিয়ে সমস্যায় পড়তে হয়। আবার অনেক সময় শিশু কে সঙ্গে নিয়ে বেরিয়ে সমস্যার সম্মুখীন হন। তাদের সুবিধার্থে এই বায়ো টয়লেট বাস পরিষেবার ব্যাবস্থা গ্রহন করেছে কলকাতা পৌর সংস্থা।

FREE ACCESS

Related Articles