রাজ্যের খবর
Trending

মতুয়াদের আধারকার্ড বাতিল, টেকনিক্যাল ফল্ট বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শান্তনু ঠাকুরের

Shantanu Thakur's attempt at damage control called a technical fault

The Truth Of Bengal : লোকসভা ভোটের মুখে মতুয়াদের আধার বাতিল বিজেপির চক্রান্ত, অভিযোগ অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরের। জনরোষের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন শান্তনু ঠাকুর। মতুয়াদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বন্ধ না হলে ব্লকে ব্লকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মতুয়ারা। মমতাবালার আলটিমেটাম, কেন্দ্র সংশোধন না করলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে শুরু হবে অনশন আন্দোলন।

২০১৪-য় অনুপ্রবেশ,ভাগাভাগির   ইস্যু  বাংলায় একেবারেই কাজ দেয়নি। তাই   উনিশের লোকসভা ভোটে বিজেপি উদ্বাস্তুদের   নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয়।বিশেষ করে দুই ২৪পরগনা,নদিয়া এবং উত্তরবঙ্গের মতুয়া ভোটব্যাঙ্ক ধরে রাখতে বিজেপির নয়া তাস ভোটবাজারে আনা হয়।প্রতিশ্রুতি দেওয়া হয় লাগু করা হবে  সিএএ।যারমূল কথা বাংলাদেশ থেকে আসা মানুষদের কেন্দ্র আইনগতভাবে নাগরিকত্বের গ্যারান্টি দেবে।  ওপার বাংলা থেকে এপারে আসা মানুষ তাতে ভরসা রেখে উনিশে শান্তনু ঠাকুর,জগন্নাথ সরকার সহ বিজেপির প্রার্থীদের জেতায়।কিন্তু ৫বছর কেটে গেলেও সেই সিএএ কার্যকর করতে পারেনি বিজেপি।এবারও ভোটের আগে শান্তনু ঠাকুরের মুখে সিএএ-র প্রতিশ্রুতির কথা শোনা যাচ্ছে। কিন্তু তার আগে সেই শান্তনু ঠাকুরেরা মতুয়া বিক্ষোভের মুখে।

মতুয়াদের আধারকার্ড বাতিল হতেই ক্ষোভের পাহাড় জমেছে। ভোটের আগে আধার বাতিলে  মুখ পোড়ে  বিজেপির। টেকনিক্যাল ফল্ট বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শান্তনু ঠাকুরের। তাতেও মতুয়াসমাজের ক্ষোভ না কমায় অস্বস্তিতে পড়েন শান্তনু। ভোটব্যাঙ্কে ধস নামার আশঙ্কায় ক্ষমা চেয়েছেন বিজেপি সাংসদ। মতুয়া শব্দের অর্থ মেতে থাকা বা মাতোয়ারা। বাংলাদেশের ফরিদপুর জেলার নিবাসী হরিচাঁদ ঠাকুর প্রেমভক্তিরূপ ধারাকে গতিশীল করতে যে সাধন পদ্ধতির প্রবর্তন করেন, তাই পরিচিত হয় মতুয়াবাদ বলে

মতুয়াগড়ের কেন্দ্রীয়মন্ত্রী আবার শাহী দরবারের শরণাপন্ন হয়েছেন আধার সমস্যার সমাধানে। বিজেপির এই হঠাৎ তৎপরতাতেই স্পষ্ট, কিছু তো একটা উদ্ভট পরিকল্পনা ছিল বিজেপির। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়েই আধার বাতিলের খেলায় মেতেছিল কেন্দ্র। বিজেপির এই আধার কার্ড বাতিলে্র চক্রান্তের প্রতিবাদে সোমবার বৈঠক করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর জানান, যাদের আধার বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশই মতুয়া । কেন্দ্র ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা চালাচ্ছে। মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। এর প্রতিবাগে আগামী দিনে ব্লকে ব্লকে আন্দোলন হবে। সমস্যার সমাধান না হলে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসব আমরা। আধার কার্ড বাতিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া অবস্থান নিতেই পিছু হটতে শুরু করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সোমবার রাতের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। দাবি করেছেন, একটি আধার কার্ডও বাতিল হয়নি। আর বাতিল যদি না-ই হবে, তবে কেন আধার সমস্যা সমাধানের এই আশ্বাস, পাল্টা সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তারপর আবার আধার বিভ্রাটে ক্ষমা চেয়েছেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী।

 

FREE ACCESS

Related Articles