খেলা

শক্তি বাড়াতে দলে নতুন বিদেশি, কেকেআরে এলেন দুষ্মন্ত চামিরা

New foreigners in the team to increase the strength

The Truth of Bengal: আইপিএল নিলামে নিজেদের বোলিং শক্তিকে বাড়াতে এককোটি টাকা খরচ করে ইংল্যান্ডের জোরে বোলার গাস অ্যাটকিনসনকে দলে নিয়েছিল কেকেআর। তবে, আইপিএল শুরু হওয়ার আগে তিনি সরে দাঁড়িয়েছেন। খুব সম্ভবত আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের আর এক জোরে বলার মার্ক উডের পথেই হাঁটলেন অ্যাটকিনসন। নিজের সিদ্ধান্তের কথা কেকেআর কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। তারপরেই তাঁর পরিবর্ত হিসাবেই শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার চামিরাকে দলে নিলেন গৌতম গম্ভীরেরা।

আইপিএল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স আসন্ন ২০২৪ আইপিএলের জন্য গাস অ্যাটকিনসনের পরিবর্তে দুষ্মন্ত চামিরার নাম নথিভুক্ত করিয়েছেন।’’ মাত্র ৫০ লক্ষ টাকা খরচ করে চামিরারকে দলে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। চামিরার বলের গতি বেশ ভাল। হাতে রয়েছে রিভার্স সুইং। এর আগে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

শেষ বার লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন ২০২২ মরসুমে। সে বার ১২টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছিলেন চামিরা। তবে, কেকেআর-এ সাইন করলেও পায়ের চোটের কারণে এই মুহূর্তে মাঠের বাইরে আছেন এই শ্রীলঙ্কান পেসার। এখনও আইপিএল শুরু হতে মাস খানেক দেরি আছে। তাই, খুব তাড়াতাড়ি চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেবেন দুষ্মন্ত চামিরা এখন এমনটাই মনে করছে কেকেআর শিবির।

Related Articles