কলকাতারাজ্যের খবর
Trending

ঘূর্ণাবর্তের জের, উত্তর থেকে দক্ষিণ বঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস

Today's Weather Update

The Truth of Bengal : সোমবার থেকেই ফের তাপমাত্রা বাড়বে। ঊর্ধ্বমুখী হবে পারদ। তবে এরই মধ্যে হাওয়া অফিসের খবর অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতেও। মঙ্গল , বুধবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। সাথে দোসর হবে ঝোড়ো হাওয়াও । প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮- ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় । এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে । যার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও। দুইয়ের মিলিত প্রভাবে চলবে তাণ্ডব। এদিকে ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নেবে শীত।

 

FREE ACCESS

Related Articles